২০১৫-১৬ অর্থ বছরের “৫৮লক্ষ ১হাজার ৫শত সাতাশ” টাকার উন্মুক্ত বাজেট ঘোষণা করেছে খাগড়াছড়ির মানিকছড়ি উপজেলার ২নং বাটনাতলী ইউনিয়ন পরিষদ।
রবিবার সকাল ১০.০০ ঘটিকায় বাটনাতলী ইউনিয়ন পরিষদ মাঠে বাজেট ঘোষণা অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাটনাতলী ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মো: শহীদুল ইসলাম (মোহন)। বাজেট উপস্থাপনা করেন পরিষদের সচিব মো: আব্দুল হাকিম।
বাজেট ঘোষণা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মানিকছড়ি উপজেলা চেয়ারম্যান ম্রাগ্য মারমা, এলজিএসপি-২‘র ডিস্ট্রিক ফ্যাসিলিটিটর মো: আব্দুর রাজ্জাক বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।
২০১৫-১৬ অর্থ বছরের উপস্থাপিত বাজেটের উপর মুক্ত আলোচনা অনুষ্ঠিত হয়। আলোচনায় বক্তারা উন্মুক্ত বাজেট ঘোষণাকে পরিষদের স্বচ্ছতা ও জবাবদিহীতার প্রতিক উল্লেখ করে বাজেট বাস্তবায়নের আহবান জানান।
বাজেটানুষ্ঠানে স্থানীয় শিক্ষক, গণমাধ্যমকর্মী, চাকুরিজীবী, এনজিওকর্মীসহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ উপস্থিত ছিলেন।
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস